ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত 2023

Rate this post

ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আজকে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। রোলস রয়েস গাড়ির দাম কত? আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

ডায়াবেটিস হচ্ছে একটি মরনব্যাধি রোগ। ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? সঠিক চিকিৎসা এবং ডায়েট চার্টের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। কিন্তু অনিয়মের কারণে অনেক সময় ডায়াবেটিস অনেকের বেড়ে যায় বা সবসময় বেশি থাকে। যার কারনে প্রয়োজন হয় ডায়াবেটিস মাপার মেশিন। কিন্তু অনেকেই এর সঠিক দাম জানেন না। আজকে আমরা আপনাদের এই সর্ম্পকে জানাবো।

বেশ কিছু দিন আগেও ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস মাপার জন্য মেশিন হাতের মুঠোয় ছিল না। ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? কিন্তু এখন কার উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা সেই মেশিন নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছি। ডায়াবেটিস মাপার জন্য এখন আমাদের আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না।

যেহেতু ডায়াবেটিকস রোগের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে সেহেতু ডায়াবেটিস মাপার মেশিনের প্রয়োজন দিন দিন বাড়ছে। কিন্তু অনেকেই এর দাম জানে না। সাধারণত বাজারে কয়েক ধরনের মেশিন পাওয়া যাওয়ায় এর দামেরও পার্থক্য হয়। ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? মূলত ৮০০ থেকে শুরু করে ২০০০ হাজারের মধ্যে ডায়াবেটিস রোগ নির্নয়ের যন্ত্র কিনতে পাওয়া যায়। ২ হাজারের বেশি মূল্যও ডায়াবেটিস মাপার অনেক মেশিন কিনতে পারবেন। তবে আপনি আপনার চাহিদা অনুসারে যেকোনো দামের ডায়াবেটিস মাপার মেশিন কিনতে পারেন।

তবে বাজারে থাকা প্রতিটি ডায়াবেটিসের মেশিনও তুলনামূলক ভাবে ভালো। তবে আপনি যে দামের বা যে মডেলেরই ডায়াবেটিক মেশিন কিনেন না কেন অবশ্যই তার দাম বাজার থেকে যাচাই বাছাই করে তারপরে ডায়াবেটিস মেশিন কিনবেন।

ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা করতে প্রয়োজনীয় উপকরণ

নিচে ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা করতে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হলো-

  • রক্তের সুগার মাপার মেশিন বা গ্লুকোমিটার
  • জীবাণুমুক্ত ল্যানসেট
  • ল্যানসেট বসানোর প্লাস্টিকের কলম
  • টেস্ট স্ট্রিপ
  • এগুলো সব ফার্মেসিতে পেয়ে যাবেন।

 

ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষার নিয়ম গ্লুকোমিটার এর সাহায্য

নিচে ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষার নিয়ম দেওয়া হলো-

  •  সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে শুকিয়ে নিন।
  •  গ্লুকোমিটারের নির্ধারিত স্থানে একটি টেস্ট স্ট্রিপ প্রবেশ করান। স্ট্রিপ নকল অথবা মেয়াদোত্তীর্ন কি না সেই বিষয়েও খেয়াল রাখতে হবে।
  • প্লাস্টিকের কলমের ভেতরে একটি ল্যানসেট সংযুক্ত করুন এবং ল্যানসেটের ঢাকনা সরিয়ে ফেলুন।
  • এখন কলমটি আঙুলের একপাশে ধরে সুঁই দিয়ে আঙুলের অগ্রভাগে ছিদ্র করুন।
  •  এখন গ্লুকোমিটারে লাগানো টেস্ট স্ট্রিপে রক্তের ফোঁটা দিতে হবে। আঙুলটি এমনভাবে ধরতে হবে যেন রক্তের ফোঁটা টেস্ট স্ট্রিপের নির্ধারিত অংশকে পূর্ণ করে। রক্তের পরিমাণ খুব কম হলে ভুল রিডিং আসতে পারে অথবা গ্লুকোমিটারের পর্দায় এরর (ERROR) দেখাতে পারে।
  • কয়েক সেকেন্ডের মধ্যেই গ্লুকোমিটারের পর্দায় রক্তের সুগারে তথা ডায়াবেটিসের পয়েন্ট দেখা যাবে। হিসাবটি সাধারণত mmol/l (মিলিমোল/লিটার) এককে দেখানো হয়। পর্দায় যদি কারও রিডিং 6 mmol/l আসে তাহলে সেই সময়ে ডায়াবেটিস বা রক্তের সুগারের লেভেল ৬ পয়েন্ট ধরা হয়।
  •  অবশেষে ব্যবহৃত সুঁই ও স্ট্রিপ ময়লার ঝুড়িতে ফেলে দিন। নিয়মিত গ্লুকোমিটারের যত্ন নিন এবং নির্দেশনা অনুযায়ী পরিষ্কার ও জীবাণুমুক্ত করে রাখুন।

বাংলাদেশের সেরা ডায়াবেটিস মেশিন এর মূল্য তালিকা 2023

নিচে বাংলাদেশের সেরা ডায়াবেটিস মেশিন এর মূল্য তালিকা 2023 দেওয়া হলো-

ডায়াবেটিস মেশিন মডেল বাংলাদেশে দাম
Bionime Rightest GM700SB Bluetooth Diabetes Machine ৳ ৭৪৯
Accu-Chek Performa Blood Glucose Meter ৳ ১,২৫০
Sinocare Safe AQ Diabetes Test Machine ৳ ১,৩৬৯
NTI BGM-202 Blood Glucose Monitoring System ৳ ৬৯৯
NTI BGM-208 Blood Glucose Monitoring System ৳ ৬৯৯
Acquik Diabetes Blood Sugar Monitor with 50 Test Strip ৳ ৭৯৯
OKmeter 1B Match Blood Glucose Monitoring System ৳ ১,৪০০
OK-1G OKmeter Direct Blood Glucose Monitoring ৳ ১,৪০০
Biotech Match Blood Glucose Meter ৳ ৮৭০
GlucoLeader Enhance Blue Blood Sugar Tester Machine ৳ ১,০৫০

আরও জানুনঃ হেলিকপ্টার এর দাম কত ২০২৩

শেষকথা

ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত
ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

error: Content is protected !!
Scroll to Top